1. shahalom.socio@gmail.com : admin :
  2. dbcjournal24@gmail.com : ডিবিসি জার্নাল ২৪ : ডিবিসি জার্নাল ২৪
  3. banglarmukh71@gmail.com : admin1 :
  4. : :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বুড়িচংয়ে নারীকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা আটক ৩ এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ নেতা বুড়িচংয়ে যাকাত ও ছদাকাত ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়ের মাঝে প্রকল্প বিতরণ বুড়িচংয়ে কৃষি শ্রমিক ইউনিয়নের র‍্যালী অনুষ্ঠিত সাত গ্রামের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এড. রেজাউল করিম বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী আমরা আছি মানবতার সেবায় সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি’ উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার এবং খাদ্য সামগ্রী বিতরণ বুড়িচং থানা পুলিশ ৫৫ কেজি গাঁজা উদ্ধার করে। ভরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

ব্রাহ্মনপাড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবক খুন

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২৬২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

পূর্ব শত্রুতার জের ধরে আশরাফুল ইসলাম শান্তকে পিটিয়ে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। কুমিল্লা ব্রাহ্মনপাড়া উপজেলার নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম শান্ত নাগাইশ গ্রামের মাহবুব হাসানের ছেলে।
এদিকে আশরাফুলের মৃত্যুর খবর এলাকায় পৌছালে বিষয়টিকে গুজব বলে আবারো নিহত আশরাফুলদের বাড়ীতে হামলা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় অন্তত ২০ টি ঘর ভাংচুর করা হয় ও দূবৃর্ত্তদের হামলায় ৩ জন পুলিশ আহত হয়।
স্থানীয়রা জানান, গত বছর ২৯ ডিসেম্বর খালে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। ওই সময় সংঘর্ষে মোসলেম উদ্দিন নামে একজন মারা যায়। ওই ঘটনার জের ধরে রবিবার সকালে বাড়ির পাশে টেটা বল্লম ছেনি নিয়ে আশরাফুলের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় তাকে কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা প্রথমে উদ্ধার করে ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ওই দিনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সোমবার দিনভর চিকিৎসাধীন শেষে আশরাফুলের অবস্থা আরো খারাপ হয়। মঙ্গলবার সকালে তাকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় আশরাফুলের।
এদিকে বাড়ীঘরে হামলা ও পুলিশ আহতের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মনপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা। তিনি জানান, ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ সুপার শাহিরিয়ার মোহাম্মদ মিয়াজীসহ অন্যান কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। হামলায় তিনজন পুলিশ সদস্য আহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত হয়েছে। তবে আবারো হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটার আশংকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন