শুক্রবার বিকালে কুমিল্লার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ রুহুল আমিন, এ এস আই সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স মজিবুর রহমান সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা এবং দেড় কেজি ৫০ গ্রাম গাঁজা সহ এক নারী কে আটক করে।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম জানান যে কুমিল্লার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ রুহুল আমিন, এ এস আই সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ময়নামতি ইউনিয়ন এর হক ব্রিকস ফিল্ডের উত্তর পাশে বিকাল সাড়ে ৪ টায় কালাকচুয়া এলাকায় ঢাকা গামী একটি রয়েল কোচে তল্লাশি করে। এসময় ওই যাত্রী বাহী বাসের এক যাত্রীর ব্যাগ তল্লাশি চালিয়ে ১৪০ পিস ইয়াবা এবং দেড় কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় একজন নারীকে আটক করে দেবপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। আটককৃত নারী হল ভোলা জেলার মনপুরা উপজেলার দক্ষিণ চর ফয়েজ উদ্দিন ডাক্তার জয়নালের বাড়ির শাহ আলমের স্ত্রী আসমা আক্তার মিতু (৩৫)। এঘটনায় বুড়িচং থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করে।
কমেন্ট করুন