1. shahalom.socio@gmail.com : admin :
  2. banglarmukh71@gmail.com : admin1 :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

কুমিল্লার প্রবাসীর লাশ উদ্ধার

  • আপডেট করা হয়েছে শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে
  • বুড়িচং প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর এলাকায় রবিউল হোসেন (৪৫) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ জানুয়ারি) বেলা দেড়টার দিকে উপজেলার সদরের জগতপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, রবিউল প্রায় ১৮ বছর সৌদি আরবে কর্মরত ছিলেন। কিছু দিন আগে দেশে এসে স্ত্রী মনি আক্তার নাজমা ও তিন সন্তান নিয়ে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকতেন নিহত রবিউল ও তার পরিবার। শনিবার দুপুরের দিকে নাজমা এম্বুলেন্সে তার লাশ নিয়ে গ্রামের বাড়ি জগতপুরে আসেন। বাড়ির লোকজন রবিউলের মৃত্যুর কারণ জিজ্ঞেস করলে নাজমা ঠিকমতো উত্তর দিতে পারে নি। স্থানীয়রা পুলিশকে জানান। খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, ঘটনাটি কোতোয়ালি থানা এলাকার। খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা কোতোয়ালিতে পাঠিয়েছে। কোতোয়ালি থানা এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সানজুর মোর্শেদ জানান, লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিয়মিত মামলার জন্য প্রক্রিয়াধীন আছেন।

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন