1. shahalom.socio@gmail.com : admin :
  2. banglarmukh71@gmail.com : admin1 :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

শ্রীপুরে দেশী-বিদেশী ৫৭১ প্রতিযোগীর ম্যারাথন দৌড়

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৭৫ বার পড়া হয়েছে
  • স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে স্পেশাল রেসপন্স টিমের (এসআরটি) আয়োজনে চীন-জাপান-ভারতের ৯ জনসহ ৫৭১ জন প্রতিযোগী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছেন।

শুক্রবার সকালে শ্রীপুর পৌরসভার মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে তিন ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এসআরটির সমন্বয়কারী মো: জোবায়ের হোসেন বলেন, ২১ কিলোমিটার ম্যারাথনে ১৭১ জন, ১০ কিলোমিটার ম্যারাথনে ২০০ জন এবং ৫ কিলোমিটার ম্যারাথনে ২০০ জন বিভিন্ন বয়সী নারী-পুরুষ প্রতিযোগী অংশ নেন। এ সময় ১১০ জন স্বেচ্ছাসেবী সার্বিকভাবে সহযোগিতা করেন।

ম্যারাথন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসআরটির প্রধান সমন্বয়কারী মো: তুহিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: নুরুন্নবী আকন্দ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ প্রমুখ।

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন