পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উস্কানি দেয়ার অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ ১৩ জনের জামিনের আবেদন করা হয়েছে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো: আসাদুজ্জামানের আদালতে।
গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদি হয়ে ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দেড় থেকে দু’হাজার বিএনপির নেতাকর্মীকে আসামী করা হয়। এ মামলায় রিজভী ও শিমুলকে গ্রেফতার করে পুলিশ।
কমেন্ট করুন