ময়মনসিংহ থেকে গ্রেফতারর নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন আনসার আল ইসলামের এক সদস্য শোয়াইব আহম্মদকে দেয়া জামিন প্রত্যাহার করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিচারপতি মো: কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমদ ভূঁইয়া। তিনি সাংবাদিকদের জানান, গত রোববার শোয়াইব আহম্মদ নামের ওই উগ্রবাদীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এ জামিনাদেশের বিরুদ্ধে আপিল করার জন্য নোট দেয়া হয়েছিল। এর মধ্যে আজ আবার জামিন আবেদনটি কার্যতালিকায় আনেন আদালত। এরপর রোববারের দেয়া জামিনাদেশ প্রত্যাহার করেন হাইকোর্ট।
গত বছরের ২৮ আগস্ট ময়মনসিংহ কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন র্যাব-৩-এর নায়েব সুবেদার (ডিএডি) মো: ফিরোজ খান। মামলার এজাহারে বলা হয়, তথ্যপ্রযুক্তির ভিত্তিতে জানা যায়, কোতোয়ালি মডেল থানাধীন বয়ড়া গ্রামের মো: শোয়াইব আহম্মদের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা অবস্থান করছেন। এরপর অভিযান চালিয়ে সকাল ৭টার সময় শোয়াইব আহম্মদ ও হুজাইফা আহমেদকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জিহাদি বক্তব্য শুনে জিহাদে উদ্বুদ্ধ হয়েছেন। তারা দেশের নির্বাচনী এবং ভোটাধিকার ব্যবস্থা বিশ্বাস করেন না। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তারা শয়তানের দল বলে অভিহিত করেন। তারা দেশের সংবিধান ও জাতীয় সংসদকেও স্বীকার করে না।
তাদের কাছ থেকে উদ্ধার করা মুজাহিদ আল হিন্দ বাংলাদেশ সাংগঠনিক ট্রেনিং ফরম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে জানান, তারা আনসার আল ইসলামের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে মুজাহিদ আল হিন্দ বাংলাদেশ নামক লোন উলফা (একাকী শিকার) সংগঠন তৈরির জন্য সদস্য সংগ্রহ ও অর্থ সংগ্রহ করে আসছিলেন। সশরীরে এবং সামাজিক মাধ্যমে তাদের মতাদর্শে উদ্বুদ্ধদের মাঝে দেশব্যাপী ফরম বিতরণ করতেন। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা করা হয়। এ মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন শোয়াইব।
কমেন্ট করুন