হবিগঞ্জের মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শফিক মিয়া নামে একজন নিহত হয়েছেন।
রোববার (৮ জানুয়ারি) সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হামলার শিকার হয়ে শফিক মিয়া মারা যায়।
শফিক মিয়া ব্যক্তি উপজেলার মিঠাপুকুর গ্রামের শাদত আলীর ছেলে।
জানা যায়, উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে শফিক ও তার ভাই শহিদ মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল।
মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
কমেন্ট করুন