বুড়িচং প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউয়িনের মোকাম গ্রামে একই পরিবারের ৩ সদস্য হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
বুধবার (২৮ এপ্রিল) কুমিল্লার বিজ্ঞ রোটারী কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তাঁরা।
তাঁদের পূর্বের নাম ছিলো বাদল চন্দ্রশীল, তাঁর স্ত্রী শীপ্রা রানী শীল, ছেলে অর্ক চন্দ্র শীল। বর্তমান নাম রাখা হয়েছে মোঃ আল আমিন, জান্নাতুল ফেরদৌস, মেহেদী হাসান।
ইসলাম ধর্ম গ্রহন শেষে মোঃ আল-আমিন বলেন, ইসলাম শান্তির ধর্ম, আর এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা। এমন আত্ম-উপলব্ধি থেকে পবিত্র মাহে রমজানে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
পবিত্র মাহে রমজানে একই পরিবারের ৩ সদস্য সেচ্ছায় ইসলাম ধর্মগ্রহণ করায় ধর্মপ্রাণ মুসল্লিরা সু-স্বাগতম জানিয়েছে।
কমেন্ট করুন