1. shahalom.socio@gmail.com : admin :
  2. banglarmukh71@gmail.com : admin1 :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

বুড়িচংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৪৩ বার পড়া হয়েছে
মো.জাকির হোসেন,
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বাজার তদারকি অভিযান ও টি‌সি‌বির ট্রাক‌সেল ম‌নিট‌রিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার দুপুরে বুড়িচং উপজেলার ময়নামতি সাহেব বাজার এলাকায় রমজানে নিত্যপ‌ণ্যের বাজার স্থি‌তিশীল রাখ‌তে এবং টি‌সি‌বির পণ্য প্রকৃত ওজ‌নে ও ন্যায্যমূ‌ল্যে প্রা‌প্তি নি‌শ্চিত কর‌তে শনিবার (২৪ এ‌প্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত¡াবধানে, কু‌মিল্লা জেলা প্রশাস‌নের সার্বিক সহযোগিতায় কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলা‌মের নেতৃত্বে বু‌ড়িচং উপ‌জেলার ময়নাম‌তি সা‌হে‌ব বাজার এলাকায় তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লনা করা হ‌য়ে‌ছে।
এ সময় মূল্য তা‌লিকা প্রদর্শন না করা, ওজ‌নে কারচু‌পি করা, মেয়াদ উত্তীর্ণ মসলা বি‌ক্রি করার ম‌তো ভোক্তা অধিকার বিরোধী কর্মকা‌Ðের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে ৬ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সং‌শ্লিষ্ট ধারায় অ‌ধিদপ্ত‌রের প্রশাসনিক এখ‌তিয়া‌রে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে সং‌শ্লিষ্ট বাজার ব্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহযোগিতা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম জানান জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে
শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন