মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হতদরিদ্র ও অস্বচ্ছল মানুষের মাঝে ময়নামতি ইউনিয়ন প্রবাসী ফোরামের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কালাকচুয়া এলাকায় অসহায়দের হাতে নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক জামাল খন্দকার। ময়নামতি ইউনিয়ন প্রবাসী ফোরামের সভাপতি মোঃ জহির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানার পরিচালনায় বক্তব্য রাখেন ময়নামতি বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ তোতা মিয়া, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মিন্টু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জামাল হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আবু নাসের মুন্সি, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, সহ-সাধারণ সম্পাদক মনজুর রহমান, সদর ইউনিয়ণ যুবদলের সভাপতি আবু জাহের সিপু, রাজাপুর ইউনিয় যুবদলের সাধারণ সম্পাদক আবদুছ সালাম রানা, উপজেলা ছাত্রদলের সভাপতি মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, বুড়িচং কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুদ্দিন সবুজ, প্রবাসী ফোরামের সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক দলের সদস্য ই¯্রাফিল রানা, প্রবাসী ফোরামের সদস্য মাসুদ রানাসহ আরো অনেকে।
অনুষ্ঠানে ময়নামতি ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৩শত জনের মাঝে আর্থিক অনুদান তুলে দেয়া হয়। এছাড়াও ইউনিয়নের বাজেহুড়া গ্রামের আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে প্রবাসী ফোরমের পক্ষে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন শওকত মাহমুদ।
কমেন্ট করুন