বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে পর্তুগাল। নাইজেরিয়াকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দলটি।
বৃহস্পতিবার বিাগত রাত ১টায় এস্তাদিও জোসে আলভালাদে স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল ও নাইজেরিয়া।
ম্যাচের ৯ মিনিটে ডিয়েগো ডালটের এসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। এরপর ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফার্নান্দেজ। এরপর আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৭ মিনিটে আন্দ্রে সিলভার পরিবর্তে মাঠে নামেন গঞ্জালো রামোস। এরপর ম্যাচের ৮১ মিনিটে পেনাল্টি পায় নাইজেরিয়া। কিন্তু পেনাল্টি মিস করেন এম্যানুয়েল ডেনিস। এর ২ মিনিট পরেই গোল করে পর্তুগাল। রাফায়েল গুরেইরোর এসিস্ট থেকে গোল করেন গঞ্জালো রামোস। ম্যাচের ৮৪ মিনিটে আবারো গোল পায় পর্তুগাল। আগেরবার গোল করা গঞ্জালো রামোস এবার গোল করিয়েছেন। গোলটি করে জোয়াও মারিও। এরপর আর কোনো গোল না হলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
কমেন্ট করুন