নোয়াখালী সদর উপজেলায় ওএমএসের সরকারি এক হাজার ১৩০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে আটককৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দত্তেরহাট বাজারের হাকিম ডিপার্টমেন্টাল স্টোরের ভিতর থেকে মঙ্গলবার এ চাল উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মো: আব্দুল হাকিমকে (৪৭) আটক করে পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কমেন্ট করুন