চট্টগ্রামে জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীর (৪০) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৭।
তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বায়েজিদ থানার জঙ্গল সলিমপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এসবিবিএল ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতার গিট্টু জাহাঙ্গীর (৪০) চাঁদপুর জেলার হাজীগঞ্জের নোয়াপাড়ার মৃত জনাব আলীর ছেলে।
জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে জঙ্গল ছলিমপুরে বসবাস করে আসছিল।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: নুরুল আবছার বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে গিট্টু জাহাঙ্গীকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এসবিবিএল ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা ও ডাকাতির ঘটনায় ১৮টি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় অবৈধ অস্ত্রটি সে দীর্ঘদিন ধরে ছিন্নমূল জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, হত্যা, ডাকাতি এবং মারামারিসহ বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করত।
কমেন্ট করুন