পবিত্র কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে কুমিল্লা মেঘনা জেনারেল হসপিটালে সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর ২০২২ খ্রিঃ) কুমিল্লা মেঘনা জেনারেল হসপিটাল (সিএমজিএইচ) ঝাউতলা (পুলিশ লাইন মোড় সড়ক),কুমিল্লার নিজস্ব কার্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান শিশু ও শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির,উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুর রহিম
অর্থ পরিচালক মোঃ রবিউল আউয়াল, নির্বাহী পরিচালক মোঃ শাহ আলম, আবুল কালাম আজাদ,ওমর ফারুক।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ মোঃ আরিফ হায়দার, এ জেড এম সাইফুর রহমান রানাসহ প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ।
সভায় বক্তারা বলেন,কুমিল্লা মেঘনা জেনারেল হাসপাতাল রোগীদের উন্নত সেবা দিয়ে রোগীর পাশে থাকবে। মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের এই যাত্রায় ভবিষ্যতে যোগ হবে আরও নতুনমাত্রা। এই নগরীর সকল বাসিন্দা পাবে সাধ্যের মধ্যে উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ আবদুল আউয়াল সরকার।
কমেন্ট করুন