মারুফ হোসেনঃ
অভিযান অব্যাহত থাকা সত্বেও কমছে না মাদক ব্যবসায়ীদের অস্থিরতা। দিন দিন বেড়েই চলছে মাদকের আস্তানা। বাংলাদেশ পুলিশ প্রশাসন ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। মাদক ব্যবসায়ীদের ধরে মামলা সহ জেল হাজতে প্রেরণ করেছে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নির্দেশে গোপন সূত্রের ভিত্তিতে এসআই জব্বার সঙ্গীয় ফোর্স টিটু বড়ুয়া সহ ২০মে বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় বুড়িচং থানার ৮ নং ভারেল্লা ইউনিয়নের কুসুমপুর গ্রামের মোঃ হোসেন মিয়ার বাড়ির উঠানের সামনে মাদক ক্রয় বিক্রয় করার সময় ১০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোঃ সোহেলকে ( সিএনজি চালক) আটক করে। মাদক ব্যবসায়ী মোঃ সোহেল (২৭) এর বাড়ি ষোলনল ইউনিয়নের শিবরামপুর গ্রামের খন্দকার বাড়ি, তার পিতা মোঃ জাকির হোসেন। আটক মাদক ব্যবসায়ীর ব্যক্তির বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করে ২১ মে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয় ।
কমেন্ট করুন