যৌথ বাহিনী কর্তৃক অবৈধ অস্ত্র এবং চিহ্নিত সন্ত্রাসী উদ্ধার অভিযান।
স্টাফ রিপোর্টার:
গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা জেলার নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক, অবৈধ মাদক কারবারী এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ২২ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ০২০০ ঘটিকায় আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্যের অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলার পন্নারা গ্রামের এম কে নাজিম এর বাড়িতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এম কে নাজিম পিতাঃ মৃত ডাঃ সামছুল আলম নামক ব্যক্তিকে নিজ বাড়ি হতে আটক করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট করুন