কুমিল্লায় বন্যাদুর্গত মানুষের পাশে ত্রাণ সহায়তায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ
কুমিল্লা, ২৪ সেপ্টেম্বর ২০২৪: সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া প্রবল বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ত্রাণ কার্যক্রম শুরু করেছে।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইতিমধ্যেই জরুরি ত্রাণ সামগ্রী বিতরণের কাজ শুরু করেছে। ত্রাণ কার্যক্রমের প্রথম ধাপে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নে ১ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এই ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল: Miniket চাল (BRRI 28) – ৫ কেজি, মসুর ডাল (মাঝারি মানের) – ১ কেজি, লবণ (এসি আই/ফ্রেশ) – ১ কেজি, সয়াবিন তেল (ফ্রেশ/পুষ্টি) – ১ লিটার, সুজি (এসি আই/ফ্রেশ/তীর) – ৫০০ গ্রাম, ডিপ্লোমা IFCMP (ফয়েল প্যাক) – ২০০ গ্রাম, জুটের বস্তা – ১টি
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা ত্রাণ ও দূর্যোগ অফিসার আবেদ আলী, বুড়িচং উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সাহিদা বেগম, ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, স্কুলের দাতা সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) বুড়িচং উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বুড়িচং উপজেলা সমন্বয়ক পিয়াস এবং ওয়ার্ল্ড কনসার্নের মাইক্রোফিনান্স সমন্বয়ক আশিস সেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইমারজেন্সি রেসপন্স লিডার পায়েল দাস, সাপ্লাই চেইন অফিসার সবুজ গুলদার, মনিটরিং অফিসার সায়িদ আলম, এবং ম্যানেজার প্রদীপ বল্লব প্রমুখ।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের ত্রাণ কার্যক্রমের সমন্বয়ক জানান, “আমরা স্থানীয় সরকার ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছি, যাতে বন্যাদুর্গত মানুষের জীবন রক্ষার পাশাপাশি তাদের জন্য নিরাপদ পানীয় জল ও খাদ্য সেবা নিশ্চিত করা যায়।
কমেন্ট করুন