কাজী খোরশেদ আলম
বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যানমূলক কার্যক্রম গ্রহন করে থাকে। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ ও এর সদর দপ্তরসহ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও বিপন্ন মানুষের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। আজ ৩ এপ্রিল বুধবার বিকাল ৪ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের আনন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিপির উদ্যোগে ১০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল এ এম জাবের বিন জব্বার পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সুলতানপুর ব্যাটালিয়ন, (৬০ বিজিবি)’র সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোঃ মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন খারেরা বিওপি’র বিওপি কমান্ডার মোঃ মোবারক হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।রেশনের মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ইফতার সামগ্রীর মধ্যে ছিল ফ্রুটিকা জুস, খেজুর, চনা ভূট,জিলাপি,পিয়াজু এবং রাতের খাবার এর মধ্যে ছিল তেহেরী ও ডিম।
কমেন্ট করুন