বুড়িচং প্রতিনিধি
আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় বুড়িচং মডেল একাডেমীর মাঠে বার্ষিক পরীক্ষার ফলাফল,বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন, মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট, রিপোর্ট কার্ড প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুড়িচং মডেল ট্রাস্টের সেক্রেটারি মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বুড়িচং মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ কবির হোসাইন। বুড়িচং মডেল একাডেমীর সিনিয়র শিক্ষক মাওলানা ফেরদাউস আহমেদ ও মোহাম্মদ মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোঃ আবু তাহের,কুমিল্লার রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান,মডেল ট্রাস্ট এর সদস্য অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল, অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন,মোঃ শাহীন হোসাইন রেজা,সিনিয়র শিক্ষক ফয়েজ আহমেদসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও সুধীজন।
কমেন্ট করুন