সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে দেবিদ্বারে মানববন্ধন
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :
২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লার দেবিদ্বারে কর্মরত সাংবাদিকরা। সোমবার সকাল ১১টায় কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন মুক্তিযুদ্ধ চত্বরে দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব ও দেবিদ্বার প্রেসক্লাব যুগপৎ ভাবে ওই কর্মসূচি পালন করে।
এতে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম রাব্বি প্লাবন, দেবিদ্বার প্রেসক্লাবের উপদেস্টা মো. মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, মো. এনামুল হক, মো. মাহমুদুল হাসান, ওমর ফারুক মুন্সী, আল-আমিন কিবরিয়া প্রমুখ।
বক্তার বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা করে গণমাধ্যমের কন্ঠ রোধ করা যাবে না। বক্তারা আহত সাংবাদিকদের চিকিৎসা ব্যয় রাষ্ট্রকে বহন করার এবং হামলা কারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান।
মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন, যায়যায় দিনের মো. জামাল উদ্দিন দুলাল, কুমিল্লার বাণী২৪’র মোহাম্মদ উল্লাহ ভুইয়া সোহাগ, সাংবাদিক মো. মনির আহমেদ, সাংবাদিক মো. নাছির উদ্দিন, সাংবাদিক মো. আরিফুল ইসলাম, ইঞ্জি. আবুল বাসার, মেহেদী হাসান এবং জুয়েল রানাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বৃন্দ।
কমেন্ট করুন