বুড়িচংয়ে ২৫কেজি গাঁজাসহ সিএনজি উদ্ধার
আটক ১
মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদ ভিত্তিতে উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের আগানগর ফায়ার সার্ভিস এর সমানে ওয়ারেন্ট ও মাদকদ্রব্য অভিযান ডিউটি করাকালে ২৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার সহ ১মাদক কারবারীকে পুলিশ
আটক করেন ।
বুড়িচং থানার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার এর নির্দেশে বৃহস্পতিবার সেকেন্ড অফিসার (এস আই) আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ৪নং ষোলনল ইউপিস্থ আগানগর ফায়ার সার্ভিস এলাকায় ওয়ারেন্ট ও মাদকদ্রব্য অভিযান চালিয়ে ২৫ কেজি গাজাঁ ও পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার সহ ১ জন কে আটক করা হয়।
আটককৃত আসামী হলেন মোঃ মোবারক(৪০), পিতা-মৃত আব্দুল জব্বার, সাং-আগিয়া (চৌরাস্তা, আব্দুল জব্বার এঁর বাড়ী), থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা।
বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনে মামলা
এজাহার দায়ের করা হয়।
কমেন্ট করুন