কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি বলেছেন বঙ্গবন্ধুর সোনার বাংলায় ভালো রেজাল্ট করলে সংবর্ধনা পাওয়া যায়। বঙ্গবন্ধু এই সোনার বাংলাকে সামনে এগিয়ে নিতে তোমাদের মতো কৃতি শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তোমরা হচ্ছো আগামীর ভবিষ্যত।
আমি দোয়া করি তোমরা অনেক বড় হয়ে দেশের জন্য কাজ করো মাদক থেকে দূরে থাকো। মাদককে না বলো, মাদকমুক্ত দেশ গড়ো।(২রা মার্চ ২০২৩) বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে মালদ্বীপ আওয়ামী লীগ শাখার উদ্যোগে বিভিন্ন স্কুল ও কলেজ,মাদ্রাসা শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেছেন।
শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে মালদ্বীপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.দুলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মালদ্বীপ আওয়ামীগের সহ-সভাপতি মো.মনির হোসেন।
ষোলনল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, আবদুল্লাহ আল-মাহমুদ সহিদ, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মো.সেলিম রেজা সৌরভ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মীর হোসেন মিঠু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুস সালাম বেগ, কুমিল্লা জেলা পরিষদের মেম্বার মশিউর রহমান খান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম-আহবায়াক আবদুস সোবহান খন্দকার সেলিম, বুড়িচং উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাদেরা পারভীন, ষোলনল ইউনিয়নের চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, বুড়িচং উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার বাছির খান।এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. রেজাউল করিম, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক সুমন,ছাত্রলীগের নেতা আলামিন, মালদ্বীপ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, মালদ্বীপ আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নাছির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ক্লোজ আপ ওয়ানের জনপ্রিয় গায়িকা সালমা আক্তার, সাথে ছিলেন মীম, ইয়ার সারোয়ার সহ আরো অনেকে।
কমেন্ট করুন