নিজস্ব প্রতিবেদক:
তিতাসে বিডি ক্লিন’র আয়োজনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়েছে।
আজ ৮ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টায় তিতাস উপজেলার তিতাস ক্যামব্রিয়ান স্কুল প্রাঙ্গণ হতে এই কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোঃ আজহারুল ইসলাম। শতশত শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শপথ পাঠ করান কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান।
এসময় উপস্থিত ছিলেন, বিডি ক্লিন তিতাস উপজেলার সমন্বয়ক বশির আহাম্মদ, মনিটর-১ ওমর ফারুক, ওয়েলকাম মনিটর সিয়াম, মিডিয়া মনিটর শাওন,
মোঃ মুন্না, মোঃ বায়েজিদ,
মোঃ মাহিম, মোঃ ইফরান, মোঃ মাফুজ, মোঃ আবু সাঈদ ও মোঃ সাফি প্রমূখ।
পরে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী বন্ধুরা স্কুল আঙ্গিণা, ক্লাস রুম ও আশপাশের রাস্তাঘাট পরিষ্কার করেন এবং যথারীতি ফুলের চারা উপহার দেন প্রতিষ্ঠান প্রধানকে।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘প্রথমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানটি শুরু করতে হবে আমার নিজ থেকে। পরে ঘর-আঙ্গিণা থেকে সমাজ সর্বোপরি পুরো দেশকে এই অভিযানের আওতায় নিয়ে আসতে হবে। আর এই গুরুত্বপূর্ণ কাজটির দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে তরুণ সমাজ তথা শিক্ষার্থীদের।
কমেন্ট করুন