বুড়িচং প্রতিনিধি
২৩ জানুয়ারি সোমবার বুড়িচং উপজেলাস্থ উত্তর জগতপুর নাজির মান্দের বাড়ী জামে মসজিদের উদ্যোগে ৯ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আবুল বাশারের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ক্যান্টনম্যান্ট বোর্ডের প্রথম শ্রেণীর ঠিকাদার জনাব সোহেল আহম্মেদ। বিশিষ্ট সমাজসেবক আবদুর রব মেম্বারের সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন ঢাকা মাদরাসাতুল ফুরক্বানের প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ হাফেজ আবদুল্লাহ বিন হারিছ। বিশেষ বক্তা ছিলেন সাদকপুর পূর্বপাড়া আহলে হাদিস জামে মসজিদের খতিব হাফেজ মোঃ অহিদুর রহমান বিন হাফিজ উল্লাহ, উত্তর জগতপুর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ জয়নাল আবেদীন, নাজির মান্দের বাড়ী জামে মসজিদের খতিব ক্বারী মোঃ ছফিউল্লাহ। আলোচনা পেশ করেন ক্যান্টনমেন্ট বোর্ড মসজিদের খতিব মাওলানা হাফেজ গোলাম রাব্বানী।
উক্ত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান, সেভ দ্যা হিউম্যানিটির কুমিল্লা মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাব উদ্দিন, ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ জসিম উদ্দিন মোল্লা, বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু ইউসুফ খলিফা প্রমুখ।
কমেন্ট করুন