কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের কৃতি সন্তান প্রফেসর মোস্তফা কামালের উদ্যোগে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সরঞ্জাম বিতরণ করা হয়।
উক্ত খেলাধুলা সরঞ্জাম বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমু্ক্তিযোদ্ধা আখলাক হায়দার, চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: শাহজাহান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং কালী নারায়ন বালিকা বিদ্যালয়ের সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য্য।
বিদ্যালয়ের পক্ষে অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্ব পালন করেন বুড়িচং কালী নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: কবির খান এবং উপস্থাপনার দায়িত্ব পালন করেন একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন। এই সময়ে শিক্ষা উপকরণ নিতে আসা বুড়িচং উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজসহ মোট ৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ব্রাহ্মণপাড়া উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠান প্রধান ও একজন সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন