স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে কুমিল্লা বিভাগীয় গণ সমাবেশকে সফল করার উদ্দেশ্য চাঁদপুর জেলার শাহরাস্থি উপজেলা থেকে গত বৃহস্পতিবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে উপস্থিত হয়েছে কৃয়ষক মোঃ আলী আক্কাস (৭০)।
কুমিল্লা জিলা স্কুল সড়কে আজ সকাল ৯টায় দেখা হয় আলী আক্কাসের সাথে।
সে বলে, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্ধি করে রেখেছে অবৈধ সরকারের প্রধান শেখ হাসিনা।আমার নেত্রী বন্ধি আছে, তাই আমি ঘরে বসে থাকতে পারি নাই।
কৃষক আলী আক্কাস গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে শাহরাস্থি থেকে কুমিল্লা এসে ৩ দিন ধরে অবস্থান করছেন। রাতে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করেছেন। তিনি আরোও বলেন, আমার শাহরাস্থির প্রায় ২ হাজার যুবক ছেলেকে মিথ্যা মামলা দিয়ে রেখেছে হাসিনা সরকার।
কৃষক আলী আক্কাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আলম থেকে বিএনপিকে ভালোবাসেন। আজও বিএনপির ভালোবাসার টানে কুমিল্লা গণসমাবেশে হাজির হয়েছে।
কৃষক আলী আক্কাস আরোও বলেন দিন দিন জিনিস পত্রের দাম বাড়িয়ে আমাদেরকে ফতুর করে ফেলছে। আমরা কৃষকরা ধান উৎপাদন করি কিন্ত মজা মারে হাসিনার দলের সিন্ডিকেট। আমাদের রক্ত চুষে খাচ্ছে এই সরকার। আমরা মুক্তি চাই, আমার নেত্রীর মুক্তি চাই।
কমেন্ট করুন