স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নগরীর হাউজিং এস্টেট এলাকার চাঞ্চল্যকর এজাজ হত্যার ঘটনায় সাড়ে ৩ বছর পর মুল আসামি পলাশ আদালতে আত্মসমর্পণ করেছেন।
এদিকে মামলার বিচার কাযক্রম দ্রুত অগ্রগতি, আসামীদের বিচার দাবী ও মামলা তুলে নিতে বাদীকে প্রান নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
বুধবার সকালে হাউজিং এস্টেট এলাকায় নিহতের বাড়ীতে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ছেলে এজাজ আহমেদের খুনিদের বিচার চেয়ে আহাজারি করেন মা রানু বেগম। এ সময় উপস্থিত ছিলেন রানু বেগমের ছেলে মোঃ শাহাজাদা জিসান, জসিম উদ্দিন, মেয়ে সাহিরা বেগম ও প্রতিবেশী সানজিদা আক্তার মুন্নি।
উল্লেখ্য ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারী ডেকে এনে বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় এজাজকে।
এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ শাহাজাদা জিসান বাদি হয়ে পালাশকে৷ প্রধান আসামী কর ৫ জনের নামোল্লেখ করে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর থেকে প্রধান আসামী পলাশ পলাতক ছিলো।
এদিকে গত ২০২০ সালের ৮ মার্চ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক মতিউর রহমান এজাজ হত্যা মামলার ৫ জন আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।