স্টার্ফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ও গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়ের ৩০ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের আসর,সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা অংশগ্রহণ করেন।
(৫ জুন ২০২২) রবিবার বিকেলে বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের আয়োজনে তালাশ বাংলা বুড়িচং আঞ্চলিক অফিসে কেক কেটার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি ও লেখক কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে ও সংগঠনের সদস্যদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ও গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের উপদেষ্টা ও মাই টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আবু মুছা,বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মো: জহিরুল হক বাবু,কবি ও সংগঠক নাজমুল হাসান রানা,বুড়িচং প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মোঃ মোসলেহ উদ্দিন,বুড়িচং বাজার কমিটির সদস্য ও যুব ফোরাম উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম,নারী নেত্রী ও শিক্ষানুরাগী খালেদা আফরোজ,বুড়িচং প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মারুফ হোসেন কল্প, ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বুড়িচং থানার তদন্ত ওসি মোঃ মাকসুদ আলম।উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি নাজমুল হাসান রানা,কবি ইসহাক ও গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী এস এম সাগর ও বাউল কণ্ঠ শিল্পী রবিউল আলম।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম,বুড়িচং প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান,দপ্তর সম্পাদক মোঃ মারুফ হোসেন,প্রচার সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো: শরিফুল ইসলাম সুমন,দৈনিক উচ্চ কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রাকিবুল ইসলাম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ,সাংবাদিক সাহিদুজ্জামান রাশেদ,সাংবাদিক মোঃ সাফি,দৈনিক যায়যায়দিন পত্রিকার বুড়িচং-দেবিদ্বার উপজেলা প্রতিনিধি জামাল হোসেন দুলাল,দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি নাজমুল হাসান সবুজ,বন্ধু সেবার যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পেয়ার,বন্ধু সেবা পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. সাইফুল বাশার,মাদক ধূমপান বিরোধী ঐক্য পরিষদের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম,তালাশ বাংলার প্রতিনিধি গোবিন্দ পদ গোস্বামী,রবিউল,হাবিবুর রহমানসহ আরো অনেকে।
উল্লেখ,সাংবাদিক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয় ১৯৯২ সালের ৪ জুন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বাকশীমূল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বর্তমান মাস্টার্স (এম.এ) এবং কুমিল্লা আইন কলেজে ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।প্রথম কাব্যগ্রন্থ “পরাণে রাখিও” বাবুইপ্রকাশনী থেকে ২০১৯ সালে একুশে বই মেলাতে প্রকাশিত হয়,তার লেখা গান ‘লাশ,সুখ নিতে শিখলি,পরাণে রাখিও,ঘুম আসেনা’ রিলিজ হওয়ার পর শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া পায়।এছাড়াও তিনি ২০১৬ সালে হাছন রাজা সম্মাননা পদক,২০১৮ সালে লেখক সম্মাননা পদকসহ বিভিন্ন সংগঠনের ১৮টি সম্মাননা ক্রেস্ট অর্জন করেছেন।বর্তমানে তিনি সাংবাদিকতার পাশাপাশি কবিতা,গান,গল্প লেখালেখিতে ব্যস্ত সময় পার করছেন।