স্টাফ রিপোর্টার
গত শুক্রবার বিকালে ঢাকাস্থ বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটির অস্থায়ী কার্যালয় মিশন ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা এর কলেজ অডিটরিয়ামে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাস্থ বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ হুমায়ুন কৱিরের সভাপতিত্বে এবং ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ আবদুল হান্নান পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুড়িচংয়ে ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাকালীন সভাপতি জননেতা জনাব ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দি, আরোও উপস্থিত ছিলেন বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ তোফায়েল আহমেদ, কোষাধ্যক্ষ জনাব মনির হোসাইন, সহ-সভাপতি জনাব মমিনুল হক, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী মোঃ ইকরামুল হক, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, যুগ্ম সম্পাদক মোঃ আমিরুল ইসলাম।
আলোচনা সভায় ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বিগত দুই বছরের কার্যক্রমসমূহ তুলে ধরেন এবং তিনি বলেন আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের কল্যাণে কাজ করবার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন রোজা থেকে আমাদেরকে প্রকৃত শিক্ষা গ্রহণ করে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে নিজেকে জান্নাতের উপযোগী করা।
বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি আগামী এক বছরের জন্য প্রায় ২০ লক্ষ সমপরিমাণের টাকার মানব কল্যাণমূলক কাজের পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সকলকে উক্ত কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়। আলোচনা সভা শেষে আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদের পরিচালনায় বুড়িচং বাসির জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া কামনা করা হয়,
কমেন্ট করুন