বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ
সাবেক আইনমন্ত্রী,আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সংসদ সদস্য মরহুম এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের বাসভবনে সোমবার সন্ধ্যায় ওই ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।এসময় সাজ্জাদ হোসেনের বাবার আত্মার মাগফেরাত ও মায়ের সুস্থতা জন্য দোয়া কামনা করা হয়।
আব্দুল মতিন খসরু’র সাথে ৪০ বছরের স্বহচর সাজ্জাদ হোসেন উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বলেন, আমি আজ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছি প্রয়াত এডভোকেট আবুল মতিন খসরু এমপি ও আমার বাবার রূহের মাগফিরাত কামনা করে দোয়ার জন্য।আমার মায়ের সুস্থতার জন্য।
প্রিয় নেতা গত বছর প্রথম রোজায় মৃত্যু বরণ করেন। আমি দীর্ঘ ৪০ বছর খসরু ভাইয়ের সঙ্গে চলাফেরা করেছি। এখনো আমরা শোক কাটিয়ে ওঠতে পারিনি।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: জাহাঙ্গীর খান চৌধুরী,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু পার্থ সারর্থী দত্ত,মতিন খসরু’র ছোট ভাই কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.আব্দুল মমিন ফেরদৌস, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন,বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম,ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম,এডভোকেট মাহাবুবুর রহমান,অধ্যক্ষ মফিজুল ইসলাম,আব্দুল করিম চেয়ারম্যান,আলহাজ্ব সিরাজুল ইসলাম চেয়ারম্যান,মোস্তফা সারোয়ার চেয়ারম্যান, মোস্তবা আলী শাহীন,একেএম আজাদ চেয়ারম্যান, জেলা আ’লীগের উপদপ্তর সম্পাদক শহীদ উল্লাহ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরহাদুল মিজান,জেলা পরিষদের সদস্য লাভলী আক্তার,আব্দুস সালাম চেয়ারম্যানসহ বুড়িচং -ব্রাহ্মণপাড় উপজেলার ইউপি সদস্য, বিভিন্ন স্কুল কলেজের প্রধানগণ এবং আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কমেন্ট করুন