1. shahalom.socio@gmail.com : admin :
  2. banglarmukh71@gmail.com : admin1 :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

মালদ্বীপের কারাগারের বাংলাদেশী বন্দীদের খোজঁখবর নিলেন দূতাবাস

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৩৮ বার পড়া হয়েছে

মো: রবিউল আলম মালদ্বীপ থেকে:

মালদ্বীপের কারাগারের বন্দি বাংলাদেশীদেরখোজঁখবর নিলেন দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত সমবার (২১ই মার্চ) বাংলাদেশ হাইকমিশনএর পক্ষ হতে মালদ্বীপের মাফুসী জেলখানা পরিদর্শন করেন হাইকমিশনের প্রথম সচিব (শ্রম)মোঃ সোহেল পারভেজ। তিনি মাফুসী জেলে বন্দি বাংলাদেশের নাগরিকদের সাথে সাক্ষাত করেন ও তাদের খোঁজখবর নেন। সবশেষেমাফুসী জেলের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বাংলাদেশী বন্দিদের বিভিন্ন বিষয়ে আলোচনাকরা হয়। এসময় উপস্থিত ছিলেন, দূতাবাসের কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও মোঃ জসিম উদ্দিন। উল্লেখ্য:এর আগে ২৮ জানুয়ারি মালদ্বীপের মাফুসি জেলে অবস্থানরত কারাবন্দি প্রবাসী বাংলাদেশিদের বস্ত্রদিয়েছেবাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপের কারেকশনাল সার্ভিসের কাছেবাংলাদেশ দূতাবাসের প্রথমসচিবমো.সোহেলপারভেজবস্ত্রহস্তান্তর করেন। ঐ সময় হাইকমিশনের ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট ওমালদ্বীপের কারেকশনাল সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন