নিজস্ব প্রতিনিধি:
দাউদকান্দিতে ‘নিরাপদ চিকিৎসা চাই’ কুমিল্লার উদ্যোগে মাদকের কু-ফল সংক্রান্ত প্রচারণা আজ সমাপ্ত হয়েছে।
‘যদি চান সুস্থ জীবন, এখনই মাদক ছাড়ুন’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সপ্তাহব্যাপি মাদকের কু-ফল সম্পর্কে সচেতনতামূলক প্রচারাভিযান আজ শেষ হয়।
৩ মার্চ বৃহস্পতিবার সকাল ৮ টায় প্রথমে তিতাস উপজেলার জিয়ারকান্দি, গোপালপুর, চেঙ্গাতলি ও পরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক-গৌরীপুর বাসস্ট্যান্ড হয়ে গৌরীপুর বাজারের বিভিন্ন অলিগলিতে এই প্রচারণা চলে।
এই প্রচারণায় অংশ নেন, নিরাপদ চিকিৎসা চাই, কুমিল্লা জেলার সভাপতি, কবি আলী আশরাফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান মুন্সী, দপ্তর সম্পাদক তৈয়ব আলী, সদস্য রুহুল আমিন সরকার,
মোঃ আলমগীর হোসেন, বশির আহাম্মদ,
‘সৃষ্টি’ সংগঠনের সহ-সভাপতি ও গৌরীপুর রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহআলম সরকার, প্রোগ্রেস স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ কেন্দ্রের গৌরীপুর শাখার সহকারি পরিচালক কামরুল হাসান, জিয়ারকান্দি সমাজকল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক আলম সরকার, স্বেচ্ছাসেবী সোহাগ হাসান, সিয়াম সরকার প্রমুখ।
এসময় ‘মাদক শুধু আপনার জীবনই কেড়ে নেয় না, পরিবার-সমাজ ও দেশ-জাতিকেও ধ্বংস করে দেয়’, সুস্থভাবে যদি বাঁচতে চান, মাদক ছেড়ে আলোর পথে আসুন’, ‘মাদক থেকেই কিশোর গ্যাং-এর উৎপত্তি’,
‘সর্বনাশা নীল বিষ মাদককে না বলুন’, এসমস্ত বাক্য সংবলিত লিফলেট বিতরণ করতে দেখা যায় এই সংগঠনের পক্ষ থেকে।
সমাপনী বক্তব্যে নিচিচা কুমিল্লার সভাপতি আলী আশরাফ খান বলেন, ‘তরুণরা এই দেশের সম্পদ। মাদকের করালগ্রাসে তারা অন্ধকারে হারিয়ে যাবে, তা কখনও হতে পারে না। সুতরাং এই মাদকের অভিশাপ হতে বাঁচতে, সরকারের পাশাপাশি চিন্তাশীলদের এখনই কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে’।
কমেন্ট করুন