বুড়িচং প্রতিনিধি
কুমিল্লার বুড়িচংয়ে আজ ২২ ফেব্রয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় বাকশীমূল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে লালমাই -ময়নামতি কর্মসূচি (পল্লী সঞ্চয় ব্যাংকের (বার্ড অংশ) কোটবাড়ি কুমিল্লার আয়োজনে দ্বিতীয় দফায় পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম অবহিতকরণ এবং বকেয়া ঋণ আদায়ে জণপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ সফিকুল ইসলাম।
বিশেষ অতিথি, ডঃমোঃ কামরুল হাসান, পরিচালক (প্রকল্প বিভাগ), ডঃ মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া।আনাস আল ইসলাম সহকারী প্রকল্প পরিচালক ও কম্পোনেন্ট লিডার আনাস আল ইসলামের উপস্থাপনায় প্রশিক্ষণে বক্তব্য রাখেন মোঃ লিটন রেজা মেম্বার, মোঃ মানিক মিয়া মেম্বার, বিশিষ্ট লেখক ও সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, প্রভাষক মাহাবুব আলম,লাইব্রেরিয়ান মোঃ দুলাল হোসেন, মাঠ সহকারী অনুপ কুমার বিশ্বাস ও গ্রাম সংগঠক দিপা দাশ।
কমেন্ট করুন