1. shahalom.socio@gmail.com : admin :
  2. banglarmukh71@gmail.com : admin1 :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

দাউদকান্দিতে চালু হলো ‘এএসপি ফ্রি অক্সিজেন ব্যাংক’

  • আপডেট করা হয়েছে শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৫৯ বার পড়া হয়েছে
আলী আশ্রাফ খান
আজ ১০ জুলাই শনিবার সকাল সাড়ে এগারোটায় দাউদকান্দি উপজেলার গৌরীপুরে স্থানীয় কয়েকটি সংগঠনের সমন্বয়ে করোনাক্রান্ত দরিদ্র ও অসহায় মানুষের জন্য এই কার্যক্রমের শুভ সূচনা করেন, চান্দিনা ও দাউদকান্দি সার্কেল-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ জুয়েল রানা।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল ইসলাম, ‘নিরাপদ চিকিৎসা চাই’ কুমিল্লা জেলা আহ্বায়ক কবি মো. আলী আশরাফ খান, দাউদকান্দি প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন হাজারী, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, গৌরীপুর সিটি হসপিটালের স্বত্বাধিকারী মোঃ ওমর ফারুক পারভেজ,
‘সৃষ্টি’ সাহিত্য-সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠনের সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শফিউল বাশার সুমন, সাধারণ সম্পাদক মোঃ এখলাছুর রহমান মুন্সী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহিম রাসেল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাসেল, ব্লাড ডোনার্স গৌরীপুর’র উপদেষ্টা মোঃ মনির হোসেন ইব্রাহিম, , সভাপতি মোঃ কাউছার আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উদ্বোধন কালে নিরাপদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা -পরিচালক ও এএসপি মোঃ জুয়েল রানা বলেন,’অসহায় মানুষদের কথা চিন্তা করেই আমরা
‘এএসপি ফ্রি অক্সিজেন ব্যাংক’ নামে এই সেবাটি চালু করেছি। এই সেবা শুধু দাউদকান্দি উপজেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তিতাস, মেঘনা, হোমনা ও চান্দিনা উপজেলার প্রত্যন্ত এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত থাকবে’।
তিনি আরও বলেন,’ অক্সিজেন সংকটের খবর পাওয়া মাত্রই আমরা স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত টিম নিয়ে
এমবিবিএস ডাক্তারসহ পৌঁছে যাবো রোগীর বাড়িতে। শুধু তাই নয়, প্রয়োজনে রোগীদের জন্য ওষধও আমরা দেবো-ইনশাআল্লাহ’।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল ইসলাম বলেন,’ করোনার এই ভয়াবহ অবস্থায় অতি গুরুত্বপূর্ণ এ সেবা কার্যক্রম চালু করে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন, দাউদকান্দি সার্কেল এএসপি মোঃ জুয়েল রানা।
আমরা এই প্রশংসনীয় কাজে তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত রয়েছি’। তিনি এসময় সকলের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষ আহ্বান জানান।
নিরাপদ চিকিৎসা চাই’ কুমিল্লা জেলার আহ্বায়ক মো. আলী আশরাফ খান বলেন,’ আমরা নিচিচা কুমিল্লা, ‘সৃষ্টি’ সংগঠন, ব্লাড ডোনার্স গৌরীপুর, প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট ও সুশীল সমাজ সংগঠনের স্বেচ্ছাসেবীরা যে কোন মানবিক কাজে অংশগ্রহণের জন্য সব সময় তৈরি। প্রশাসন কিংবা অন্য যে কোন সেবামূলক সংগঠন আমাদের ডাকলে আমরা কাজ করে থাকি এবং ভবিষ্যতেও করবো-ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, সেবা করার সুযোগ মানুষের জীবনে বার বার আসে না। অতি সৌভাগ্যবানরাই অসহায় মানুষের জন্য কিছু করতে পারেন। সুতরাং আসুন, আমরা করোনাকালে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অসহায়ের পাশে দাঁড়াই’।
শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন