যুগপৎ নয় স্বাতন্ত্র্য বজায় রেখে ২ দফা দাবিতে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’। আজ সোমবার রাজধানীর বিজয় নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় দপ্তরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
দলের আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মন্জু।
এবি পার্টির দুই দফা দাবি হলো- অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার অথবা জাতিসংঘের অধীনে নির্বাচন ও রাষ্ট্র মেরামতে জাতীয় ঐকমত্য। এই দাবিতে ২৯ ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলন থেকে ঢাকার শাহবাগে প্রকৌশলী ও একটি রাজনৈতিক দলের প্রধান ম ইনামুল হকের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের আহ্বায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, গোলাম ফারুক ও আনিছুর রহমান কচি।
কমেন্ট করুন