স্টাফ রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৭ম মৃৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা আজ (সোমবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও জেএসডির সভাপতি আ স ম রব, কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, যুগ্ম মহাসচিব এএসএম শামীম ও দপ্তর সম্পাদক কাজী গোলাম মোস্তফা সহ প্রমুখ জাতীয় নেতৃবর্গ।
কমেন্ট করুন