বুড়িচং প্রতিনিধি:-
২ এপ্রিল শুক্রবার বাদ জুমা সাবেক এমপি অধ্যক্ষ মোঃ ইউনুছের রুহের মাগফেরাত কামনায় কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের মোঃ আমির হোসেন ও তার বড় ছেলে দুবাই প্রবাসী মোঃ রাশেদুল হক ইমনের উদ্যোগে গোসাইপুর জামের সমজিদ,কন্ঠনগর জামে সমজিদ, গোপীনাথপুর জামে মসজিদের বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া পরিচালনা করেন গোপীনাথপুর কেন্দ্রীয় জামে সমজিদের খতিব মাওলানা মুফতি আবদুস সালাম।
জুমার নামাজ শেষে মরহুমের করব জেয়ারত করা হয় এবং বিশেষ দোয়া করা হয়। এসম উপস্থিত ছিলেন মরহুমের ছেলে বদরুল হাসান লিটন, মোঃ সাইফুল হাসান রিপন, গোসাইপুর জামে মসজিদের খতিব ক্বারী আবদুল মালেক, গোসাইপুর জামে সমজিদের সাবেক খতিব মাওলানা নুরুল আমিন,সাবেক মেম্বার রফিকুল ইসলাম, সাবেক মেম্বার আবদুল হক,আলহাজ¦ ফিরোজ আহাম্মদ মাষ্টার,আঃ আলিম,ময়নাল হোসেন,জহিরুল হক বাচ্চু, কামাল হোসেন মাষ্টার, মফিজুল ইসলাম, আবদুল মুনাফ, আক্তার হোসেন, হারুন অর রশিদ, রাশেদু হক,সাদ্দাম হোসেন, খোরশেদ আলম, আবদুর রব, মোঃ জুয়েল, নাছির প্রমুখ।
উল্লেখ্য যে কুমিল্লা-৫ নির্বাচনী একালা থেকে অধ্যক্ষ মোঃ ইউনুস ৪ বার সংসদ নির্বাচিত হয়েছিলেন। গত ২৭ মার্চ ঢাকার স্কয়ার হসপিটালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। ২৯ মার্চ সকালে কুমিল্লা টাউন হল মাঠে,দুপুর ১২টায় ব্রাহ্মনপাড়ায়, দুপুর ২টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকাল ৪টায় মরহুমের নিজ গ্রাম গোপীনাথপুর গ্রামের জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কমেন্ট করুন