নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় অসাধু কর্মকর্তা কর্তৃক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা-নির্যাতন অতঃপর গ্রেফতারের প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ মে ২০২১ইং বুধবার বিকাল ৫ টা ৩০ মি.-এ দাউদকান্দি প্রেস ক্লাব-এর উদ্যোগে এই মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক এইচএম মোহন, মুক্ত সাংবাদিক, কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান, নয়াদিগন্ত পত্রিকা’র দাউদকান্দি প্রতিনিধি মোহাম্মদ হানিফ খান, দি এশিয়ান এইজ’র দাউদকান্দি রিপোর্টার লিটন সরকার বাদল, দাউদকান্দি প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক ও দেশ রুপান্তর পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মোঃ জাকির হোসেন হাজারী, দাউদকান্দি প্রেস ক্লাব’র সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লার কাগজ পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, মানবকন্ঠ পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মোঃ শহীদুল্লাহ সাদা, মাই টিভি’র দাউদকান্দি প্রতিনিধি মোঃ জিল্লুর রহমান, প্রথম আলো’র দাউদকান্দি প্রতিনিধি আব্দুর রহমান ঢালী, সুচনা কমিউনিটি ডট টিভি’র খবর পাঠক ও সাংবাদিক মোঃ আবু তাহের নয়ন, সাংবাদিক মোঃ দিদারুল ইসলাম, দৈনিক বর্তমান’র দাউদকান্দি প্রতিনিধি মোঃ আনিছুর রহমান খান, কুমিল্লা নিউজ ২৪.কম প্রতিনিধি মোঃ রাজীব হোসেন জয় প্রমুখ। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায়, সারাদেশব্যাপী লাগাতার কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে’।
কমেন্ট করুন