এদিকে গণপরিবহন বন্ধ থাকায় ট্রেনে করে সিলেটের সমাবেশে আসছেন বিএনপির নেতাকর্মীরা। এতে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। আজ সকাল ৭টায় চট্টগ্ৰাম থেকে সিলেটে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড় ছিল। ট্রেন থেকে নেমে স্লোগান দিয়ে মিছিল করে তারা সমাবেশস্থলে যান।
সিলেট রেলওয়ে স্টেশনে দেখা যায়, স্টেশনে বিএনপি নেতাকর্মীদের ভিড়। ট্রেনের বগিগুলো নেতাকর্মীতে ঠাসা। সবাই স্লোগান দিচ্ছেন। স্টেশন থেকে বের হয়ে ছোট ছোট মিছিল নিয়ে তারা সিলেট আলিয়া মাদ্রাসার মাঠের দিকে যাচ্ছেন।
এদিকে সমাবেশের একদিন আগেই সিলেটে পৌঁছেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত ১১টার দিকে তিনি সমাবেশস্থল পরিদর্শন করেন। এ সময় সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।
জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবিতে বিএনপি দেশব্যাপী ধারাবাহিক গণসমাবেশ করছে।
প্রথম গণসমাবেশ হয় গত ১২ অক্টোবর, চট্টগ্রামে। এর পর দলটি ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে সমাবেশ করে
কমেন্ট করুন