ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার গাড়ী ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে জেলার শৈলকুপায় আওয়ামী লীগের দু’গ্রুপের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ১০ নম্বর বগুড়া ইউনিয়নের দলিলপুর-শিতালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম এবং বর্তমান ইউপি চেয়ারম্যান জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।
গত রোববার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে শীতালী বাজারে শিমুল সমর্থক ইউপি সদস্য নায়েবের কর্মীরা নজরুল ইসলামের সমর্থক লাল্টু বিশ্বাসের গ্রুপের গাড়ী ভাংচুর করে। ওই ঘটনাকে কেন্দ্র করে শিতালী বাজারের পাশ থেকে সোমবার সন্ধ্যায় নায়েব সমর্থকদের ধাওয়া করে লাল্টু সমর্থকরা। এরই জের ধরে মঙ্গলবার সকাল ৭টার দিকে শিতালী বাজারে রশিদ খাঁ নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে নায়েব সমর্থকরা। এ ঘটনায় সাথে সাথে দলিলপুর ও শিতালী গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে বকুল শেখ, রশিদ খাঁ, মিনিস্টার, আকুল ও শিমুলসহ ১০ জন আহত হন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
এ ঘটনায় ১০ নম্বর বগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাল্টু বিশ্বাস ও ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য নায়েব আলী পরস্পরকে দায়ী করছেন।
শৈলকুপা থানার সেকেন্ড অফিসার (এসআই) আমিরুজ্জামান জানান, দলিলপুর শিতালী গ্রামে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। তারা সবাই স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থক বলেও জানান তিনি।
কমেন্ট করুন