কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামে ফসলি জমির মাটি কাটার অপরাধে জমির মালিক আবদুল গফুর মজুমদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। রবিবার ২৫ ডিসেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার। তিনি বলেন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫-এর ১ উপধারা অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন, ফসলি জমির মাটি কাটা যাবে না।
উপজেলায় কিছু ব্যক্তি বেশ কিছুদিন ধরে দিনে ও রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করছেন, যার ফলে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। তাই অভিযান চালিয়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাছরীন আক্তার জানান, ফসলি জমির টপসয়েল কাটা আইনত দন্ডনীয় অপরাধ। টপসয়েল কাটা রোধে প্রতিদিনেই বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপরাধীদের জরিমানা করা হচ্ছে। এ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান তিনি।
কমেন্ট করুন