বুড়িচং প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচংয়ের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার এবং শংকুচাইল ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা, শংকুচাইল দাখিল মাদ্ররাসার প্রতিষ্ঠাতা,বেগম শামসুন নাহার স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ আবদুস সাত্তার ভূইয়ার রোগমুক্তি কামনায় রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আজ বিকালে বেগম শামসুন্নাহার স্মৃতি পাঠাগারে দোয়া ও ইফার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান সৌরভের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোঃ জয়নাল আবেদীনের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ফরিদ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ সাইফুল আলম,জাসদ কুমিল্লা জেলার সহ-সভাপতি ও বুড়িচং উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন,বুড়িচং প্রেস ক্লাবের আহবায়ক কবি কাজী খোরশেদ আলম,বুড়িচং সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল হোসাইন আল ক্বাদরী,তাকাফুল ইসলামী জেনারেল ইন্স্যুরেন্সের কুমিল্লা শাখার এজিএম মোঃ আলমগীর হোসেন বাচ্চু মোল্লা।
বক্তব্য রাখেন বুড়িচং হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি প্রভাষক মোঃ ওয়াসিম,লেবার পার্টির মুখপাত্র মাসুদ মিয়া চৌধুরী,রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন রিপন,রাশেদুল ইসলাম,সাংবাদিক আবদুল্লাহ,কামরুল হাসান সুমন প্রমুখ।
কমেন্ট করুন