কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো: রেয়াজুল হক
স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ এনামুল হক।
শনিবার (০৭ জানুয়ারি ২০২৩ খ্রিঃ) পরিদর্শনকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ,বহিঃবিভাগ এবং অন্তবিভাগের বিভিন্ন কার্যক্রমের তদারকি করেন। ভর্তিকৃত রোগীদের সাথে হাসপাতালের সেবা সংক্রান্ত বিষয়ে কথা বলেন।
রোগীবান্ধব হাসপাতাল ব্যবস্থা গড়ে তুলতে সকল কর্মকর্তা -কর্মচারীদের আরও আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন মো:রেয়াজুল হক।
এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। বিশেষ ভাবে বহিঃবিভাগের বিভিন্ন কর্ণারসমূহ (এনসিডি কর্ণার,কমিউনিটি ক্লিনিক কর্ণার,কমিউনিটি ভিশন কর্ণার, আইএমসিআই কর্ণার, ভায়া কর্ণার) এর সেবাদান কার্যক্রম ও সদ্য চালুকৃত আল্ট্রাসনোগ্রাফি সেবা, প্যাথলজি বিভাগের সদ্য সংযুক্ত সেবা সমূহ পরিদর্শন করেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি হাসপাতালের সার্বিক পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রশংসা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ এনামুল হক,আবাসিক মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম মানিক,সকল কনসালটেন্টগন,মেডিকেল অফিসার,সিনিয়র স্টাফ নার্স সহ, সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন