1. shahalom.socio@gmail.com : admin :
  2. banglarmukh71@gmail.com : admin1 :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

মির্জাপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৪

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৬৪ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে তিনটি চোরাই মোটরসাইকেল ও একটি মাস্টার চাবিসহ আন্তঃজেলা চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ নভেম্বর) গ্রেফতার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ধেরুয়া রেলক্রসিং এলাকায় আনিসা জলকুটির সামনে থেকে তাদের গ্রেফতারর করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের মো: ওসমান গনি (২৮), একই জেলার সাটুরিয়া থানার বালিয়াটি চরভাটারা গ্রামের তুষার মনি দাস (২৩), পাবনা জেলার আমিনপুর থানার টাংবাড়ী গ্রামের মো: জাহিদ হোসেন (৩২) ও টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াই মঈননগর গ্রামের মো: রতন মৃধা (৩৮)। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশাসের নেতৃত্বে একাধিক পুলিশ সদস্য ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হলেও অন্য আরো কয়েকজন পালিয়ে যান। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে রাতেই থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে চোরচক্রের অন্য সদস্যদের ধরতে তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন ।

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন