স্টাফ রিপোর্ট : ২১ নভেম্বর, মঙ্গলবার ২০২৩ ইং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা কর্তৃক কুমিল্লাস্থ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তিকৃত রোগীদের পুনর্বাসনের লক্ষ্যে নিরাময় কেন্দ্রের মালিকদের নিয়ে আয়োজিত হয় সেমিনার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Mr.Desmond, Chairman, NBR RESOURCES SDN.BHD, Malaysia
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মো: নূর উদ্দিন, Managin director, NBR RESOURCES SDN.BHD, Malaysia. প্রধান অতিথি বলেন মাদকাসক্ত রেগীদের পুনর্বাসনের জন্য কাজ দিতে হবে, যার যে যোগ্যতা আছে সে অনুযায়ী চাকুরীর ব্যবস্থা করতে হবে, তাহলে তারা পুনরায় মাদকের পথে আসবে না। এ বিষয়ে তিনি নিরাময় কেন্দ্রের মালিকদের সাথে যৌথ মালিকানায় একটি ফ্যাক্টরি করার আগ্রহ প্রকাশ করেন এবং এটা বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে নিরাময় কেন্দ্রের মালিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন