1. shahalom.socio@gmail.com : admin :
  2. banglarmukh71@gmail.com : admin1 :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

মনে জ্বালা হয়

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৮২ বার পড়া হয়েছে

কাজী খোরশেদ আলম

একা থাকতে পারি না

মনে জ্বালা হয়

তোমার জ্বালায় আমি জ্বলি

তুমি জ্বল নাই।

ভালোবাসার এই কি রং

আমায় দেখাইলা

রং পাল্টাইয়া রং ধরো

মানুষ চিনলা না।

মিথ্যা প্রেমের আশা দিয়া

কত ঘুরাইলা

প্রেমের খাতায় নাম লিখাইয়া

গেলা চলিয়া।

কত দুঃখ দিলে মনে

হিসাব রাখ নাই

জীবন খাতা খুইল্লা দেখি

তুমি আমার নাই।

সব ভুলিয়া এই বুকো

লিখলাম তোমার নাম

সারা জীবন ভালোবেসে

পেলাম না তোম দাম।

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন