কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ভাঙ্গাইন্না জামে মসজিদের সম্পত্তির রক্ষার দাবিতে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মসজিদের মুসল্লী ও এলাকাবাসী। শুক্রবার (৩০ ডিসেম্বর) বাদ জুম্মা মসজিদ প্রাঙ্গনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বড় ভাঙ্গাইনা মসজিদ কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মুমিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ভিপি মনির হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদার মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন ফজিয়া খসরু দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মালেক, মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মাওলানা খাইরুল আমিন, সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, সাংবাদিক আবদুল আলিম খান, সাংবাদিক জহির শান্ত ও ইসমাইল নয়ন, সাহেবাবাদ ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন, আসাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মোজাম্মেল হক মানিক, আলমগীর হোসেন মেম্বার, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, ওয়ালি খান রাজু, মনিরুল ইসলাম পিন্টু, স্কুল শিক্ষক ওমর ফারুক, আবুল কালাম আজাদসহ মসজিদের শতাধিক মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, মসজিদের নামে থাকা ওয়াকফকৃত সম্পত্তি ভূমিদস্যু আমির হোসেন জোর করে দখলের পাঁয়তারা করছে।জায়গাটি তার দখলে নেওয়ার জন্য মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জড়িয়ে সে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এলাকাবাসী এ মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ভূমিদস্যুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী বলেন, মসজিদের জায়গা জোর করে কেউ দখল করতে পারবেনা। আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ। কোন ভূমিদস্যুর ঠাই এ এলাকায় হবে না। এ সময় তিনি মসজিদ কমিটির সকল সদস্য সহ এলাকাবাসীকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। |
কমেন্ট করুন