1. shahalom.socio@gmail.com : admin :
  2. banglarmukh71@gmail.com : admin1 :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

বুড়িচং প্রেস ক্লাবের আহবায়কের অফিসে চুরি

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৪১৯ বার পড়া হয়েছে

স্টা্ফ রিপোর্টার:

বুড়িচং প্রেস ক্লাবের আহবায়ক ও বাংলার মুখ পত্রিকার বার্তা সম্পাদক বিশিষ্ট কবি ও লেখক কাজী খোরশেদ আলম এর অফিসে চুরির ঘটনা ঘটেছে।

২৬ মে বুধবার রাত অনুমান ১০ টায় কাজী খোরশেদ আলম তার পেশাগত দায়িত্ব পালন শেষে অফিস থেকে ২৭ মে ব্রহস্প্রতিবার সকাল অনুমান ১১টায় অফিসে এসে দেখেন দরজার তালা নিচে পরে আছে এবং আসবাবপত্র ও বিভিন্ন ফাইলপত্র, প্রয়োজনীয় কাগজপত্র টেবিল ও চেয়ারের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। টেবিলের উপর থাকার তার ব্যবহৃত ডেক্সটবটি নেই। তিনি তল্লাসী করে দেখেন টেবিল ও ওয়াড ড্রপের প্রত্যেকটি ডয়ার খোলা। কোনটির তালা ভাঙ্গা।

এই অবস্থা দেখে তিনি প্রথমে বাজার কমিটির সভাপতি হাজী ছাফর আলীকে অবহিত করেন। পরবর্তীতে বাজার কমিটির সদস্য আঃ হান্নানকে নিয়ে অফিসের এলোমেলো চিত্র দেখান এবং সহযোগীতা কামনা করেন। বাজার কমিটির সদ্স্য আবদুল হান্নান বিষয়টি নিয়ে তাদের কমিটিতে আলাপ করবে বলে জানান।

তাদেরকে অবহিত করার পর কাজী খোরশেদ আলম বুড়িচং থানার সেকেন্ড অফিসার সুজয় কুমারকে অবহিত তিনি তাৎক্ষণিক বুড়িচং থানার এস আই শাহজালালকে ফোর্স দিয়ে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য পাঠান।

পরবর্তীতে বুড়িচং প্রেস ক্লাবের আহবায়ক কবি কাজী খোরশেদ আলম বুড়িচং থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ দাখিল করেন।

এই ব্যাপারে বুড়িচং থানার অফিসার ইনর্চাজ মোঃ আলমগীর হোসেন জানান, দ্রুত তদন্ত করে অপরাধীদেরকে আইনের আওতায় আনা হবে।

এদিকে বুড়িচং প্রেস ক্লাবের আহবায়ক কবি কাজী খোরশেদ আলমের অফিসের চুরির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন জনে বিভিন্ন মতামত পেশ করছে এবং সহানুভুতি প্রকাশ করে আইন শৃঙখলা বাহিনীর দৃষ্টি আর্কষন করছে দ্রুত অভিযান চালিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় আনার জন্য।

 

 

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন