বুড়িচং প্রতিনিধি
গত ১৩ মে বৃহস্পতিবার ঢাকাস্ত বুড়িচং ওয়েলফেযার সোসাইটির উদ্যোগে বুড়িচং উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ। ওয়েলফেযার সোসাইটির সেক্রেটারি অধ্যক্ষ মোঃ আবদুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রোগ্রামার মোঃ তোফায়েল ইসলাম। আলোচনায় অংশগ্রহন করেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চীফ ইঞ্জিনিয়ার ও ওয়েলফেযার সোসাইটির সাবেক সভাপতি মোঃ আবদুল মুনতাকিম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভগের ডিন ড. মো: সোলাইমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম স্বপন, সোসাইটির ট্রেজারার মোঃ মনির হোসেন সৌরভ, রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি জাকারিয়া খান সৌরভ, খাড়াতাইয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আকবর হোসেন। পরে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের ১৩৮ জন শিক্ষকের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
কমেন্ট করুন