আজ রবিবার দুপুরে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এর সাথে বুড়িচং হিউম্যান ডেভেলপমেন্টের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করেন সোসাইটির সভাপতি প্রভাষক মোঃ ওয়াসিম এবং সাধারন সম্পাদক ও বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কবি কাজী খোরশেদ আলম এর নেতৃত্বে উপস্থিত সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ মনিরুল ইসলাম, সহ- সভাপতি প্রভাষক মোঃ রেজাউল করিম শাকিল, যুগ্ম-সাধারন সম্পাদক মাওলানা মোঃ জাকারিয়া খান, যুগ্ম-সাধারন মোশারফ হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম,সাংবাদিক আব্দুল্লাহ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সকল সমস্যা নিরসনে একা প্রশাসনের পক্ষে সম্ভব নয়। স্থানীয়রা তাদের সমস্যা সমাধানে সোচ্চার হতে হবে এবং নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্থানীয়রা এগিয়ে আসলে সকল সমস্যা সমাধান করা সম্ভব হবে। তিনি বুড়িচং হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির সদস্যদের বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করার জন্য ধন্যবাদ জানান।
কমেন্ট করুন